
গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের গেটে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল। এতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, সহকারী অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।’