আমার কাগজ প্রতিবেদক
রাজধানীতে কবুতরকে খাবার দিতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামে এক স্যানিটারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জিল্লুর রহমান জীবন নোয়াখালীর সেনবাগের মৃত তবারক উল্লার ছেলে। গেন্ডারিয়ার স্বামীবাগে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তার ২০ দিন বয়সী এক ছেলে রয়েছে।
জীবনের ছোট ভাই ইয়াসিন রতন বলেন, আমার বড় ভাই নিজ বাড়ির তিন তলার ছাদে কবুতর পালন করতেন। শনিবার সন্ধ্যার পর কবুতরের খাবার দেওয়ার জন্য তিনি ছাদে ওঠেন। ছাদে ওঠার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।