আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। একে যুদ্ধের মহড়া হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে দেশটি কৌশলগত এক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং সেটি তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম পূর্ব উপকূলে একটি নৌ ইউনিট পরিদর্শন করার সময় এ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।
ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জাহাজের একটি ডেকে দাঁড়িয়ে আছেন এবং কর্মকর্তারা তাকে ঘিরে আছেন। আরেক ছবিতে দেখা যায়, কিম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।
তবে কেসিএনএ-এর পক্ষ থেকে কিমের এ নৌ ইউনিট পরিদর্শনের তারিখ সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে কেসিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষ্য ছিল জাহাজের যুদ্ধের কার্যকারিতা এবং এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বৈশিষ্ট্য যাচাই করা। পাশাপাশি বাস্তব যুদ্ধে আক্রমণের মিশন চালানোর জন্য নাবিকদের সক্ষমতা উন্নত করা।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শুরুর কয়েক ঘণ্টা পরেই কেসিএনএ কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকির প্রতিবেদন প্রকাশ্যে আনে। দুই দেশের এ সামরিক যৌথ মহড়ায় হাজার হাজার সেনা অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি যৌথভাবে জবাব দিতে এ মহড়া ডিজাইন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ মহড়া।
উত্তর কোরিয়া ইতিমধ্যে এ মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে এর নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে।