আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত নেতারা। আজ বৃহস্পতিবার ভোরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে মহানগরী আমির অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের ক্ষয়-ক্ষতি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যেকোনও ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পরও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এগিয়ে এসেছি। আমরা সাধ্যমত দুর্গতদের পুনর্বাসনেরও চেষ্টা করব। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে।