
জেলা প্রতিনিধি
কক্সবাজার পর্যটন জোনের কক্স-টু-ডে সড়কে এক পর্যটকের কাছ থেকে ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা শামসুল আলমের ছেলে মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার এলাকার মো. সোহেল (২০) এবং চকরিয়ার কচুপাড়ার নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস (৩২)।
পুলিশ জানায়, সোমাবার ভোরে পর্যটন জোনের কক্স-টু-ডে সড়কে অস্ত্রের মুখে এক পর্যটকের কাছ থেকে আইফোন ১৬ প্রোসহ নগদ টাকা ছিনতাই ছিনিয়ে নেয় এক দল লোক। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশ। সকাল ও বিকালে পৃথক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, খবরটি পেয়ে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের টিম। পৃথক অভিযানে ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার সম্ভব হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।