আমার কাগজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষের হতাহতের শঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ৬০ জন যাত্রী বহনকারী জেট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।