
আমার কাগজ ডেস্ক
চীনের ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান ১লা সেপ্টেম্বর (সোমবার), বিকেলে ২০২৫ এসসিও শীর্ষ-সম্মেলনে যোগকানকারী বিদেশি নেতাদের স্ত্রীদের সঙ্গে থিয়েনচিনে হাইহ্য নদী ভ্রমণ করেছেন।
নদীর বন্দরে চীনের শিশুরা ‘আমি থিয়েনচিনে তোমার জন্য অপেক্ষা করছি’-এ গান গেয়ে, এবং বিদেশি পতাকা উড়িয়ে অতিথিদের স্বাগত জানায়। ফেং লিইউয়ান অতিথিদের উষ্ণ অভর্থনা জানান এবং তাদের সাথে গ্রুপ ছবি তোলেন।
ফেং লিইউয়ান বলেন, থিয়েনচিন ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণের একটি শহর, হাইহ্য নদী থিয়েনচিনের উন্নয়ন এবং বৈচিত্র্যময় সংস্কৃতির একীকরণ ও বিনিময়ের সাক্ষী হয়েছে। তিনি আশা করেন সবাই একসাথে একটি আনন্দময় ও স্মরণীয় সময় কাটাতে পারবেন।
ফেং লি ইউয়ান ও অতিথিরা জাহাজে চড়ে থিয়েনচিনের ইতিহাস ও উন্নয়ন প্রক্রিয়ার গল্প শোনেন, একসঙ্গে নদীর দু’পাশের দৃশ্য উপভোগ করেন, চা এবং সানসিয়ান সংগীত উপভোগ করেন। অতিথিরা চীনের চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং চীনের আধুনিকীকরণে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের স্ত্রী সাইয়িদা মিরজিওয়েভা, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট স্ত্রী বাওলারজেজেগ, আজারবাইজানের প্রেসিডেন্টের স্ত্রী মেহরিবান আরিফ জিজি আলিয়েভা, তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী এমিন এরদোয়ান, আর্মেনিয়ার প্রেসিডেন্টের স্ত্রী আনা আকোপিয়ান, নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী রাধিকা শাক্য, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী হাসাবেলা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়ান আজিজাহ, ইরানের প্রেসিডেন্টের কন্যা জাহরা মুস্তাফি খোমেনি প্রমুখ অতিথি এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।