
বিনোদন ডেস্ক
সিনেমার প্রদর্শনীতে নারী ভক্তর মৃত্যুতে আইনি জটিলতা, বিতর্ক, রাজনৈতিকমহলের কটাক্ষ, এমন যাবতীয় ঝামেলার মাঝেই সুখবর। ভাগ্যোদয় ‘পুষ্পা’র।
সূত্রের খবর, এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে। বানসালির বিগ বাজেট ক্যানভাসে আল্লু অর্জুনের দাপট দেখতে যে মন্দ লাগবে না, তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আল্লু অর্জুনকে। তবে পুষ্পার মুম্বাইতে আগমনের কারণ তখনও জানা যায়নি! পরে বিকেলে বানসালির অফিস থেকে বের হতে দেখেই দুয়ে দুয়ে চার করা যায়।
পরিচালকের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টারকে। তবে সেটা রণবীর-আলিয়া, ভিকি কৌশলের ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেই কিনা, সেটা জানা যায়নি।
তবে বানসালির অফিসের সামনে আল্লু অর্জুনকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। এখন থেকেই বলিউডের পর্দায় ‘পুষ্পা’র হাইভোল্টেজ পারফরম্যান্স দেখার অপেক্ষায় তারা। সঞ্জয় লীলা বানসালির কোন সিনেমায় দেখা যাবে আল্লুকে? ক্রমশ প্রকাশ্য।
প্রসঙ্গত, হাজার কোটির গণ্ডি পার করে আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২’। আপাতত সেই সাফল্যে মাতোয়ারা আল্লু অর্জুন। তবে এর মাঝেই বিতর্ক সঙ্গী হয়েছে পর্দার ‘পুষ্পা’র। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অনুরাগীর মৃত্যু মামলায় জেলে একরাত কাটাতে হয়েছে। দক্ষিণী সুপারস্টারকে নিয়ে রাজনৈতিকমহলেও চাপানোতরও কম হয়নি।
অন্তর্বতী জামিনের পর অবশেষে একাধিক শর্তে জামিন পেয়েছেন। তবে বিতর্ক তার পিছু ছাড়েনি।