
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানের পর উদ্ধার হওয়া অস্ত্র
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে৪৭সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে আইএসপিআর এ বিজ্ঞপ্তি দেয়। অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান ও গোলাগুলি হয়েছে। একে৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অপারেশন চলমান রয়েছে।