আমার কাগজ প্রতিবেদক
বিএনপি ঢাকায় সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে আজ। এ সমাবেশে যোগ দিতে নয়া পল্টনে জড়ো হচ্ছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়া পল্টনে শো ডাউন ও মিছিল করছেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। তাদের হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।
বুধবার দুপুরে নয়া পল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
পুলিশের ২৬ শর্তযুক্ত ৩ ঘণ্টার এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পক্ষ থেকে জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়াও এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন এক দফা ঘোষণার এ সমাবেশে।
সমাবেশ কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।