
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান। ছবিটি: সংগৃহীত
আমার কাগজ ডেস্ক
চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। বক্তব্য দেবেন প্রবাসীদের উদ্দেশ্যে পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে তার।
সবশেষ এ বছরের মে মাসে লন্ডন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে নাগরিক সংবর্ধনায় বলেছিলেন যুক্তরাজ্য প্রবাসীদের দাবি বাস্তবায়নে তিনি সবসময়ই আন্তরিক। হয়তো সে কথার যথার্থ মূল্যায়ন দিতে গিয়ে সিলেটের নগরপিতা বানালেন একজন প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীকে। একইসঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন লন্ডন প্রবাসী হাবিবুর রহমান হাবিব।
নাগরিক সংবর্ধনায় উপলক্ষে এরইমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী নেতকর্মীরা লন্ডনে জড়ো হয়েছেন। অপেক্ষায় আছে প্রধানমন্ত্রীর ভাষণে প্রবাসীদের জন্য নতুন কোনো ঘোষণার বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও সহদপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সোনালী ব্যাংকের মালিকানাধীন সোনালী পে ইউকের কার্যক্রম। একইসঙ্গে যুক্তরাজ্য প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও ই-পাসপোর্ট কার্যক্রম প্রকল্পও উদ্বোধন করতে পারেন তিনি।
আর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।
১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী ৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটি বাংলাদেশ সময় ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।