
আমার কাগজ প্রতিবেদক
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগে পাঁচদিন বিক্রি করা হবে আগাম টিকেট।
মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ ঘোষণা দিয়ে বলেন, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে।
আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে দুই জুন থেকে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে এবং ছয় জুন পর্যন্ত চলবে বলে জানান রেলমন্ত্রী।
দুই জুন বিক্রি করা হবে ১২ জুনের ট্রেনের টিকিট, তিন জুন ১৩ জুনের টিকেট, ১৪ জুনের টিকেট মিলবে চার জুন, ১৫ জুনের টিকেট পাঁচ জুন এবং ১৬ জুনের টিকেট দেওয়া হবে ছয় জুন।