
আমার কাগজ প্রতিবেদক
ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (৩১ মে) বিক্রি শুরু হবে ১০ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ের তথ্যমতে, পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীসেবার আধুনিকায়নে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী—
৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে,
১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন,
১২ জুনের টিকিট ২ জুন,
১৩ জুনের টিকিট ৩ জুন,
১৪ জুনের টিকিট ৪ জুন এবং
১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
রেলওয়ে জানিয়েছে, ঈদের পর সাত দিনের ফিরতি যাত্রার টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি হচ্ছে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নামও টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।