
আমার কাগজ ডেস্ক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেখারচি শুক্রবার (১৩ জুন) সকালে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “শত্রুরা ভয়ানক ভুল করেছে। ইরানি সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং খুব শিগগিরই কঠিন জবাব দেবে।”
এর আগে ভোররাতে রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি নিহত হন।
জেনারেল শেখারচি বলেন, “ইসরায়েলি শত্রু যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় আবাসিক ভবনসহ একাধিক স্থানে অমানবিক হামলা চালিয়েছে। এতে একাধিক সরকারি কর্মকর্তা এবং সাধারণ নাগরিক শহীদ হয়েছেন।”
তিনি আরও বলেন, “শত্রুরা এর চরম মূল্য দেবে। এটি কেবল শুরু মাত্র। আমাদের প্রতিরোধ চলবে যতক্ষণ না পরিস্থিতির সমাধান হয়।”
ইরান সরকার জানিয়েছে, তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এই হামলায় নারী ও শিশুসহ বহু নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা কেবল সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা একটি নতুন ও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। সামনে দুই দেশের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।