
আমার কাগজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক আগে ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না… এটা ঘটবে না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে।’ খবর বিবিসি এবং টিআরটি ওয়ার্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প আরও জানান যে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ চলে এসেছে। পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে দেখছে।
সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায়, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে ইসরায়েল এখন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন।
নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতি-জাতীয়তাবাদীরা বারবার ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়ে আসছে। তবে এই সংযুক্তির বিরুদ্ধে যুক্তরাজ্য এবং জার্মানি ইসরায়েলকে সতর্ক করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ধরনের পদক্ষেপকে ‘নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়’ বলে মন্তব্য করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন এবং বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। এমনকি, হয়তো শান্তি প্রতিষ্ঠারও কাছাকাছি।’