
আমার কাগজ ডেস্ক
ইরানের শিরাজ শহরের একটি মাজারে “সন্ত্রাসী” হামলায় চারজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
ইসলামিক স্টেট গত অক্টোবরে এ মাজারে হামলা চালিয়েছিল, যাতে ১৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এর আগেও ইরানে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৭ সালে মারাত্মক জোড়া বোমা হামলা রয়েছে।