
আমার কাগজ ডেস্ক
ইরানের পারমাণবিক সমস্যার ‘কূটনৈতিক’ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে ত্রিপক্ষীয় আলোচনায় তেহরান এবং মস্কোর কূটনীতিকদের আগমনের আগের দিন এই আহ্বান জানালো দেশটি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, আমরা বিশ্বাস করি যে ইরানের পারমাণবিক কর্মসূচী বাড়ানো কিংবা ও সংঘাতের দিকে হাঁটা এড়াতে সব পক্ষেরই শান্ত ও সংযম বজায় রাখা উচিত।”
প্রসঙ্গত, শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ে ইরান এবং রাশিয়ার সাথে ইরানের “পারমাণবিক ইস্যু” নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবে চীন। বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি উপস্থিত থাকবেন।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক গভীর হয়েছে। গে জানুয়ারিতে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুইটি। আর চীনের সঙ্গেও উভয়েরই ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থায় মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া