মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর শিবচর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৭ সদস্য বিশিষ্ট ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, (আইডিইবি) শিবচর উপজেলা কমিটি গঠন করা হয়। গত বুধবার কমিটি গঠন করা হলে আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী- শামিমা নাসরিনকে সভাপতি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (যশোর ও শিবচর) এর উপ-সহকারী প্রকৌশলী আহসান কবিরকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির অপর সদস্যরা হলেন-সহ সভাপতি- গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শাওন হাওলদার, যুগ্ম সাধারণ সম্পাদক-শিবচর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক- শিবচর উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার মোঃ মোশাররফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক- কনট্রাক্টর ও কনসালটেন্ট সিভিল এন্ড সেনেটারি’র সিও- অসীম কুমার গুহু (বাপ্পি গুহু) সাহিত্য- সাংস্কৃতিক ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিবচর শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক প্রশান্ত কুমার রাহা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইডিইবি কমিটির সভাপতি আবদুল হক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মাদারীপুর জেলা আইডিইবি’র সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী, মাদারীপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, মাদারীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মেসার্স কেয়া এন্টারপ্রাইজ এর সিইও স্বপন কুমার রায় প্রমুখ।