আমার কাগজ ডেস্ক
ইতালিতে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’। নৃশংস হত্যাকাণ্ডে সব হারানো বঙ্গবন্ধু কন্যাদের জীবনের নানা বাঁক বদল, শোক ও সংগ্রামের অজানা অধ্যায়ে সমৃদ্ধ দূরদর্শী এক কন্যার বলিষ্ঠ নেত্রী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।
বঙ্গবন্ধুকন্যা থেকে একজন প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ গতকাল সোমবার বিকেলে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে প্রদর্শিত হয়। পিপলু খান পরিচালিত ২০১৮ সালের বাংলা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, যা বাংলাদেশের ১০ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত।
প্রামাণ্যচিত্রে শেখ হাসিনাকে স্বভূমিকায় নাম চরিত্রে এবং তার বোন শেখ রেহানাকে তার স্বভূমিকায় দেখা যায়। প্রামাণ্যচিত্রটিতে ১৯৭৫ সালে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিষয়ের উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, প্রামাণ্যচিত্রটি ২০১৮ সালের ১৬ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেলেও ইতালিতে এই প্রথম প্রবাসীরা দেখার সুযোগ পায়।
বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ইতালি আওয়ামী লীগ ও ইতালি প্রবাসী বাংলাদেশিরাসহ রাষ্ট্রদূত শামীম আহসান প্রামাণ্যচিত্রটি দেখেন। প্রামাণ্যচিত্রটি দেখে প্রবাসী বাংলাদেশিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রধান, সহ সভাপতি জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, আব্দুর রশিদ, আলী আজম, সগির আহমেদ হুমায়ুন, মতিউর রহমান বুলু, বাংলাদেশ সমিতি ইতালি সভাপতি আফতাব বেপারী সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
দূতাবাস প্রাঙ্গণে দেশি-বিদেশি দর্শকদের উপস্থিতিতে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হওয়ায় নতুন প্রজন্ম আমাদের ইতিহাসকে নতুনভাবে অনুভব করার রসদ পেয়েছেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।