
বিনোদন ডেস্ক
বয়স সংখ্যা মাত্র। প্রমাণ করে দিয়েছেন আমির খান। তিনি ৬০ বছর পূর্ণ করেছেন সম্প্রতি। সেই জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মি. পারফেকশনিস্ট। আমিরের প্রেমিকা গৌরী স্প্রাট বর্তমানে বলিউডের ‘টক অফ দ্য টাউন’।
এদিকে দিন কয়েক আগেই বাপের বাড়ি থেকে চোখে জল নিয়ে বের হতে দেখা যায় আমির খানের মেয়ে ইরা খানকে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই নানা জল্পনা। শোনা যায়, ষাট বছর বয়সে বাবার নতুন প্রেমিকা কিংবা বিয়েকে মেনে নিতে নারাজ ইরা। সে থেকে অনেকের অনুমান, আমিরের নতুন সম্পর্ক নিয়েই হয়তো পরিবারে অশান্তি!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের প্রেমে ‘পরিবারে অশান্তি’ প্রসঙ্গে নানা জল্পনার মাঝে এবার মুখ খুললেন আমিরের বোন নিখাত খান। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বিষয়টি নিয়ে বরং তারা খুশি। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। তবে এই মুহূর্তে তিনি মুম্বাই শহরেই আমিরের সঙ্গে থাকছেন। নিখাতের কথায়, ‘আমরা খুব খুশি আমির আর গৌরীর জন্য। কারণ ওরা দুজনেই খুব ভালো মানুষ। আর আমাদের পরিবারের সকলেই চায় ওরা সারাজীবন একসঙ্গে ভালো থাকুক।’
বুঝতে বাকি নেই, খান পরিবার যে গৌরীকে নিয়ে বেশ খুশি, সেটা স্পষ্ট করে দিলেন আমিরের বোন।
আমিরের সঙ্গে গৌরীর প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না তাদের। দুই বছর আগে ফের তাদের দেখা হয়। তার পর শুরু প্রেম। আমিরের বোনের সঙ্গে গৌরীর প্রথম সাক্ষাৎ কেমন ছিল? নিখাত বলেন, ‘মুম্বাইতেই কয়েক বছর আগে আমাদের দেখা হয়েছিল।’ গৌরীকে প্রথম বার দেখেই মুগ্ধ হয়েছিলেন নিখাতও।
প্রসঙ্গত, ২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। তারপরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।’ অন্য দিকে গৌরী বলেছেন, ‘আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।’ নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? এই বিষয় নিয়ে নাকি এখনও ধন্দে রয়েছেন অভিনেতা।
এদিকে বিচ্ছেদের পরও প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে আমিরের। কোনো মান-অভিমানের পালা নেই। একে-অপরের পাশে থাকেন। সেই পরিবারেরই হবু সদস্য হিসেবে তারা মেনে নিয়েছেন গৌরীকে।