আমার কাগজ প্রতিবেদক
দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানার পিতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়ার একটি অপারেশন সম্পন্ন হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাঁর সিবিসি করা হয়। তিনি গত ১৮ জুলাই থেকে এ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শামসুল হক ভূঁইয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৮ জুলাই ফেনী সদরের বারাহিপুরে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে সার্জারী কনসালট্যান্ট ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে একটি বোর্ড রোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল, আরএস ডা. আদনান, কার্ডিওলজিস্ট ডা. মাহতাব, ডা. ওবায়েদ, ডা. জামাল, ডা. জাভেদ প্রমুখ। এছাড়া ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এবং বিএমএ জেলা সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার বোর্ডকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন।
এদিকে ঢাকা থেকে আমার কাগজ সম্পাদকের পিতার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়ার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
Related Stories
February 4, 2025 12:21 PM
February 4, 2025 11:52 AM
February 4, 2025 11:31 AM