বিনোদন প্রতিবেদক
আমি ভীষণ আবেগ প্রবণ হয়ে পড়েছি। এই মুহূর্তটি আমার আজন্ম নিজের আঁকা চিত্রকর্ম রওনক হাসানের হাতে তুলে দেন আফজাল হোসেন।নিজের আঁকা চিত্রকর্ম রওনক হাসানের হাতে তুলে দেন আফজাল হোসেন।
নন্দিত অভিনেতা আফজাল হোসেনের কাছ থেকে একটি চিত্রকর্ম উপহার পেয়ে আপ্লুত অভিনেতা রওনক হাসান।
সেই উপহারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে উচ্ছ্বসিত রওনক হাসান লিখেছেন, “এ এক অনন্য, অন্যতম শ্রেষ্ঠ উপহার। আমাদের সবার প্রিয়, শ্রদ্ধার, ভালোবাসার শিল্পী আফজাল ভাই, আমার জন্য ছবি আঁকলেন। বাঁধাই করে এই অকিঞ্চিতকর আমার হাতে তুলে দিলেন।
“আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই মুহূর্তটি আমার আজন্ম সুখস্মৃতি হয়ে থাকবে। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানবেন আফজাল ভাই। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।”
‘যাপিত জীবন’ চলচ্চিত্রের শুটিং সেটে এক আড্ডায় আফজাল হোসেন বলেছিলেন, রওনকের জন্য নতুন একটি ছবি এঁকে দেবেন। সেটি যে কেবল কথার কথা ছিল না, উপহার হাতে পাওয়ার আগে ধারণা করতে পারেননি রওনক। আফজাল হোসেন নিজের আঁকা সেই ছবি উপহার দিবেন তাকে।
এই ছবি আঁকার পেছনের গল্প জানতে চাইলে গ্লিটজকে রওনক বলেন, “শুটিং সেটে আমরা সবাই দারুণ আড্ডা দিতাম। সেখানে শিল্প-সাহিত্য, নাটক, চলচ্চিত্র নিয়ে আফজাল ভাইয়েল ভাবনা অভিজ্ঞতার কথা আমি হা করে গিলতাম। শুটিংয়ের সাতদিন আমি আফজাল ভাইকে সারাক্ষণ দেখতাম। তিনি আপাদমস্তক একজন শিল্পী।
“তিনি যখনই একা থাকতেন তখনই হাতের কাছে যা কিছুই পেতেন, টুকরো কাগজ, টিস্যুর বাক্স, সেটাতেই ছবি আঁকতেন। তো একদিন এভাবে ছবি আঁকছিলেন আফজাল ভাই, আমি বললাম যে ভাই এটা আমাকে দিয়েন। তিনি তখন বললেন, ‘এটা না- তোমাকে আমি অন্য ছবি দেব’। কথা এখানেই শেষ।”
সেটি যে তখন কথার কথা ছিল না, সেটি ভাবতে পারেননি রওনক। গ্লিটজকে তিনি বলেন, “আমরা শুটিং করলাম। আফজাল ভাইয়ের মত শিল্পীর সাথে কাজের অসামান্য অভিজ্ঞতা নিয়ে ফিরে আসলাম। হঠাৎ দিন সাতেক পর আফজাল ভাইয়ের ফোন। তিনি বললেন, ‘তোমার ছবি রেডি। এসে নিয়ে যাও।’ আমি চমকে গেলাম। আমি কল্পনাও করিনি। বিশ্বাস ও করতে পারছিলাম না। এতো ব্যস্ততার মাঝেও আফজাল ভাই আমার কথা মনে রেখেছেন এবং আমার জন্য এঁকেছেন।
“গতকাল আমি অফিসে গেলাম। দেখি আফজাল ভাই ছবিটি চমৎকার করে বাঁধাই করে প্যাক করে রেখেছেন। আমি আরও বিস্ময়ে বাকহারা হয়ে গেলাম।”
অভিনেতা আফজাল হোসেনের জন্ম ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায়। বুধবার ছিল নন্দিত এই অভিনেতার জন্মদিন।
আফজাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রওনক হাসান ফেইসবুকে লিখেন, “আপনার জন্মদিনে আমার দেবার কিছুই নেই। বরং গতকাল আপনি আমাকে যে ভালোবাসায় আচ্ছন্ন করেছেন তা আমি আজন্ম কৃতজ্ঞচিত্তে স্মরণ করব। শুভ জন্মদিন আফজাল ভাই। আপনি অনেক অনেক ভালো থাকবেন। এভাবেই আমাদের আচ্ছন্ন করে রাখবেন। শ্রদ্ধা ও ভালোবাসা।”
আফজাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন। গত শতকের সত্তর দশকের মাঝামাঝিতে থিয়েটারে অভিনয় শুরু করেন। পরে টিভি নাটকে অভিনয় করে ছোট পর্দার ‘রোমান্টিক নায়ক’ হিসেবে জনপ্রিয়তা পান।
একসময় অভিনয় কমিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেন। পাশাপাশি লেখালেখি এবং ছবি আঁকার চর্চা করেন। ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘শুধু একটাই পা’।
‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন বহু আগে। ২০২২ সালে একুশে পদকে পান এই অভিনেতা।
সম্প্রতি ‘যাপিত জীবন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশ ভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে সেলিনা হোসেনের লেখা উপন্যাস থেকে তৈরি হচ্ছে সিনেমাটি। সেখানে তিনি ছাড়াও রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ অনেকে রয়েছেন।
অন্যদিকে রওনক হাসান মঞ্চনাটকে যুক্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে। পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমানে অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।