
ফজলুল হক
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছেরাজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তিতায় তিনি বলেন ‘আপনার সন্তানই আগামীর দেশ গড়ার কারিগর,তাই আপনার সন্তানের যত্ন নিন একদিন আপনার বুক গর্বে ভরে যাবে’।অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল বাসার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুনির আহমদ। উক্ত অনুষ্ঠানে মুমিনা খাতুন তাহফিজুল কুরআন ও কারিগরি মাদ্রাসার সেক্রেটারি একেএম মহিউদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চাষিরহাট ইউপি চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, মাদ্রাসার সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন,ব্যবসায়ী সাইফুল ইসলাম, খোরশেদ আলম, সুলতান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অবিভাবকদের উদ্যেশ্যে আরো বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ এই সন্তান যদি দেশের রত্ন হয় সৎ সন্তান হয় আগামীর দেশ গড়ার কারিগর হয় সেই সন্তান আপনার ও দেশের জন্য গর্ব হবে।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদেরকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।