মোক্তাদির হোসাইন, মৌলভীবাজার প্রতিনিধি
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত দিনব্যাপী হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফেজ মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল জনাব হাফেজ হাবিবুর রহমান হারিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মৌলভীবাজার সদরের শিক্ষাকর্তা জসিম উদ্দীন মাসুদ।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল যে আয়োজন করেছে, তা নিশ্চই প্রশংসনীয়।
তিনি বলেন পুরো জেলায় স্কুল কর্তৃক আয়োজন একমাত্র এডুকেয়ারই করছে বলে অভিমত প্রকাশ করেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার চর্চা এবং মায়ের ভাষায় গড়ে তোলার জন্য এডুকেয়ারই পারফেক্ট প্রতিষ্ঠান।
তিনি বক্তবের শেষে এডুকেয়ার স্কুল কর্তৃপক্ষকে এমন ঝাকজমকপূর্ণ আয়োজন উপহার দেয়ায় স্কুল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Related Stories
February 5, 2025 11:22 AM
February 5, 2025 11:09 AM
February 5, 2025 11:07 AM