আমার কাগজ প্রতিবেদক
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর গুণমান সূচক (একিউআই) স্কোর ২৩৯ নিয়ে ঢাকার বায়ু সবচেয়ে দূষিত, মানের দিক বিবেচনায় যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচকে বলা হয়েছে, আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩২.৮ গুণ বেশি রয়েছে।
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানকার স্কোর ২৮৬। তালিকায় এরপর রয়েছে যথাক্রমে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৮৩), সাভারের হেমায়েতপুর (২৮০), আগাখান একাডেমী (২৬৭), কল্যাণপুর (২৬২), গুলশান লেক পার্ক (২৩৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩৯), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৩৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২৬), গোঁড়ান (২২০)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার পরেই রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।
২১৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৯৮), ভিয়েতনামের হ্যানয় (১৯২), পাকিস্তানের করাচী (১৮৪)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।