আমার কাগজ প্রতিবেদক
মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা দাবিতে ১৩তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে রোববার (২৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।
সম্প্রতি শিক্ষকদের স্কুলে হাজির থাকার নির্দেশ দেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
শিক্ষকরা বলছেন, গত ১১ জুলাই থেকে দাবি আদায়ে তারা রাজপথে অবস্থান করছেন। কোনো নোটিশে নয়, সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।
এর আগে, গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি বলে জানান বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
তিনি বলেন, আমারা জাতীয়করণ ছাড়া কিছু চাই না। শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা সন্তুষ্ট নই। যতই হুমকি-ধমকি আসুক আন্দোলন চলবে।