
বাজিতপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পিরিজপুর ইউনিয়নের জামতলী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাক্ষ মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম, কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, বাজিতপুর উপজেলা আমীর ডাঃ ইয়াকুত আলী, নায়েবে আমীর ফারুক আহাম্মদ,সেক্রেটারী মাওলানা মোবারক উল্লাহ।
সভাপতিত্ব করেন ডাঃ হাবিবুর রহমান সভাপতি পিরিজপুর ইউনিয়ন শাখা সঞ্চালনায় ছিলেন আতিকুল্লাহ সেক্রেটারী পিরিজপুর ইউনিয়ন শাখা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে এই সরকার কে নিরপেক্ষতার প্রমান দিতে হবে, সব দলকে সমান অধিকার নিশ্চিত করতে হবে, সমাজ পরিবর্তন এর সৎ ও যোগ্য নেতা নির্বাচন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এতো দিন যাবৎ সৎ মানুষ তৈরি করে আসছে,এই জন্য আগামী দিনে জামায়াত নেতৃবৃন্দেকে মানুষ ভোট দিলে সমাজে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।