
আমার কাগজ প্রতিবেদক
আগামীকাল (২১ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। এদিন থেকে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মহালয়ার কোনো ছুটি অন্তর্ভুক্ত নয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকায়ও মহালয়া উপলক্ষে ছুটি নেই। তবুও অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে দিবসটি পালন করেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের বিশ্রাম নিশ্চিত হয়েছে।
এদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সূচি অনুযায়ী মহালয়া উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ভর্তি কার্যক্রম ও নিরাপত্তা বিভাগ চলমান থাকবে। রাজধানীর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, সরকারিভাবে ছুটি না থাকায় ২১ সেপ্টেম্বর রবিবার ক্লাস চলবে।
টানা চার দিনের ছুটির সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা পারিবারিক সময় কাটানোর পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উদযাপনের সুযোগ দেবে।