আমার আগজ ডেস্ক
অসুস্থতার কারণে বাতিল করা হল কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার। কেরালায় সোমবার রাহুলের বেশ কয়েকটি জনসভা ছিল। কিন্তু এদিন কেরালা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অসুস্থতার কারণে আসতে পারছেন না রাহুল গান্ধী।
আগামী ২৬ এপ্রিল কেরালার ২০টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই ২০টি আসনের মধ্যে ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে এদিন লড়ছেন রাহুল। নির্বাচনকে সামনে রেখেই এদিন শেষ মুহূর্তে প্রচার আসার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু এদিন কেরালায় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি এম এম হাসান জানান, রাহুল গান্ধীর সোমবারে থাকা সব জনসভা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে এই ওয়েনাড কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন রাহুল।
এর আগে রবিবার ইন্ডিয়া জোটের সভাতেও যোগদান করতে পারেননি রাহুল গান্ধী। রবিবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ রাহুলের অসুস্থতার কথা জানিয়েছিলেন। গত রবিবার সাতনা ও রাঁচিতে প্রচারের যাওয়ার কথা ছিল রাহুলের। সেখানেও যেতে পারেননি তিনি। অসুস্থতার কারণে নয়াদিল্লিতেই থাকতে হচ্ছে রাহুলকে। তবে কবে থেকে প্রচার শুরু করতে পারবেন রাহুল, সেবিষয়ে কিছু জানা যায়নি।