
অষ্টগ্রাম প্রতিনিধি
রোববার (১৬ জুলাই) বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দির (মোল্লা বাড়ি) গ্রামের সাবিকুলের বাড়িতে ছুটে যান কিশোরগঞ্জের ৪-আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম, আদমপুর ইউনিয়ন চেয়ারম্যান মন্নাফ চেয়ারম্যান সহ আরো অনেকেই।
এসময় এমপি মহোদয় শহীদ সাবিকুল ইসলামের পরিবারের জন্য বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেন। সাবিকুলের বাড়িতে
গিয়ে শোক জানান এবং পরিবারকে সান্ত্বনা প্রদান ও তার জন্য দোয়া করেন। নগদ অর্থ প্রদান সহ তার স্ত্রীকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে সরকারি চাকরির আশ্বাস দেন এবং তার ছেলের পড়াশোনা করার জন্য সুযোগ সুবিধা করে দিবেন। সাবিকুলের পরিবারের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। আগামীতে সাবিকুল ইসলামের কবরস্থান পাকাকরণ করে দিবেন। অষ্টগ্রাম টু মিঠামইন হাইওয়ে রোডে যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে একটি স্মৃতি ফলক তৈরি করে দিবেন।
এসময় অষ্টগ্রামের বিশিষ্ট সমাজসেবক ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম তার ব্যাক্তিগত পক্ষ থেকে শহীদ সাবিকুলের পরিবারকে একটি পাকা ঘর উপহার দেন।
এর আগে ১০ জুলাই সাতজন যাত্রী, একটি গরু ও কিছু লাকড়ি নিয়ে ডুবে যাচ্ছিল নৌকা। ওইসময় মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাকিবুল ইসলাম (২৩)। এ দৃশ্য দেখে যাত্রীদের বাঁচাতে তিনি হাওরে ঝাঁপ দেন। দুটি শিশুকে উদ্ধারও করেন। তবে শেষ পর্যন্ত নিজে প্রাণ নিয়ে কূলে উঠতে পারেননি সাকিবুল। নিস্তেজ হয়ে তলিয়ে যান পানিতে। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।