খালেদ আহমদ, সিলেট
নোবেলজয়ী প্রফেসর ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি’র প্রথম আঞ্চলিক মতবিনিময় সভা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারি কর্মচারীরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরা ব্যবসায়ী বনে যাবার কারণেই মূলত দেশে সংকটের সৃষ্টি হয়েছে। এটা চিরতরে বন্ধ করতে হবে। বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই অবস্থার পরিবর্তন কামনা করে এবং এ লক্ষ্যেই কাজ করছে।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বুধবার বিকেল থেকে তিনঘন্টাব্যাপি অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় তিনি দেশের অর্থনৈতিক অবস্থার সংস্কারে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান।
সভায় সিলেটের বিভিন্ন সেক্টরের ৩০০ জন অংশীজনরা অংশ নেন। মতামত তুলে ধরেন ৪৬ জন।
সভায় সিলেটে ব্যয়বহুল প্রকল্পে অবহেলা-দুর্নীতি, হাইটেক পার্ক নির্মাণে অনিয়ম, সিলেট-ঢাকা হাইওয়ে বাস্তবায়ন না হওয়া, সিলেট জেলা হাসপাতাল এখনো চালু না হওয়া, চা, পর্যটন, মৎস্য, কৃষি, যোগাযোগ, রেমিটেন্সসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের দুর্নীতি, অবহেলা ও উন্নয়নবঞ্চনা নিয়ে কথা বলেন অংশীজনেরা।
ড. দেবপ্রিয় বলেন, আমরা সকল শ্রেণির মানুষের মতামত নিয়ে একটি কার্যকর ও শক্তিশালী শ্বেতপত্র প্রণয়ন করতে চাই। যেটি এদেশের আপামর মানুষের ভাগ্যোন্নয়নে সহায়ক হবে। তিনি আরো বলেন, সিলেটের অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে আমরা সুন্দর মতামত পেয়েছি।
অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক জ্বালানী উপদেষ্টা অধ্যাপক ম তামিম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিন অধ্যাপক এ কে এনামুল হক সদস্য ফেরদৌস আরা বেগম, সদস্য শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও সিইও, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ড. কাজী ইকবাল সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ড. মোহাম্মদ আবু ইউসুফ সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি,অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট (র্যাপিড), অধ্যাপক মোস্তাফিজুর রহমান সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সম্মানীয় ফেলো, সিপিডি ও কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম, ড. সেলিম রায়হান সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি,অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম), শরমিন্দ নীলোর্মি সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. তাসনিম সিদ্দিকী সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু)ড. জাহিদ হোসেন বক্তব্য রাখেন।
কমিটির সদস্য ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সময়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
প্রফেসর শরমিন্দ নীলোর্মি বলেন, বাসযোগ্য দেশ গড়াই আমাদের লক্ষ্য।