
আমার কাগজ প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটাসহ সব অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।
এর আগে, দুপুর ১টায় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর কোটা সংস্কারের দাবিতে স্মারকলিপি জমা দেন।
সংবাদ সম্মেলনে গণিত বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বহাল থাকাটা তাদের জন্য লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের সংখ্যা কমে আসায় এই কোটারও আর প্রয়োজন নেই বলে তারা জানান।
তবে, হরিজন, দলিত, চা–শ্রমিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কোটা বহাল রাখা যেতে পারে। এছাড়া, কোটা আসনে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে তা মেধার ভিত্তিতে পূরণ করার দাবি জানান শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই রুদ্র সেন শহীদ হয়েছেন। প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোটা বাতিল না করে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, “আমরা স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”