বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত প্রথম সিনেমা ‘মানুষ’। তাও আবার কলকাতার সিনেমা। গেল ২৪ নভেম্বর ভারতের ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। সিনেমাতে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ ও বাংলাদেশের অভীনেত্রী বিদ্যা সিনহা মিম। ভারত দাপিয়ে ‘মানুষ’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ১৫ ডিসেম্বর এটি আসছে প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার ও চিত্রনায়িকা মিম নিজেই।
দেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ করে দিচ্ছে নির্মাতা অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিম।
তার কথায়, ‘ভারতের ৭ শতাধিক সিনেমাহলে মানুষ মুক্তি পেয়েছে। এটা সত্যি খুশির খবর আমার জন্য। তাছাড়া সিনেমাটি মুক্তির পর দর্শকদের দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। এমন সাফল্য “মানুষ” টিমকে গর্বিত করছে। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা। আমার মনে হয় এই ধারাবাহিকতা দেশের প্রেক্ষাগৃহেও থাকবে। কারণ দর্শকরা ভালো গল্প দেখতে চায়। এই সিনেমাটিতেও মানুষের গল্প রয়েছে।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি প্রথম থেকেই চেয়েছিলাম সিনেমাটি দেশের মানুষ দেখুক। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। দেশের দর্শকরা সিনেমাটি বেশ উপভোগ করবেন এটাই আমার বিশ্বাস।’
সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। আমার মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি। আশা করছি, ভালো সাড়াও পাবো।’
অভিনয়ের পাশাপাশি ‘মানুষ’ সিনেমার প্রযোজকও জিৎ। সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তীসহ অনেকে।