মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের নয়াগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। গতকাল বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতরা হলেন, পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রাইভেটকারটি মৌলভীবাজার সদর থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলো। রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল সড়কের নয়াগাঁও পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতা মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য একজনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।