
আমার কাগজ ডেস্ক
ভেনেজুয়েলায় একটি শক্তিশালী অপরাধ চক্রের দখলে থাকা কারাগার পুনরুদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে অংশ নিয়েছিল ১১ হাজার সেনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত টকরোন কারাগার বেশ কয়েক বছর ধরে ট্রেন দো আরাগুয়া মেগা গ্যাংয়ের দখলে ছিল। তারা কারাগারের ভেতর স্বাধীনভাবে ঘুরতে পারে। সেখানে রয়েছে সুইমিং পুল, নাইটক্লাব ও ছোট চিড়িয়াখানা। অপরাধ চক্রের নেতা হেক্টর গারেরো ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি সেখানে সবচেয়ে ক্ষমতাধর অপরাধী। এখানে কারাবন্দি হওয়ার আগে থেকেই তিনি কারাগারে অবাধে যাওয়া আসা করতেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার পুনরুদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানান।
কর্মকর্তারা বলছেন, এখান থেকে ৬ হাজার বন্দিকে অন্যান্য কারাগারে নিয়ে যাওয়া হবে। কারাগারে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো অনেকেই সাজাপ্রাপ্ত আসামি।সরকারের এমন ঘোষণার পর অনেক বন্দির আত্মীয়রা কারাগারের সামনে কান্নায় ভেঙে পড়েন। তাদের কোথায় স্থানান্তর হবে সে বিষয়ে তারা জানেন না।
গ্ল্যাডিস হার্নান্দেজ নামে একজন বলেন, আমি অপেক্ষা করছি। আমি দেখতে চাই তারা আমার স্বামীকে কোথায় নিয়ে যায়।
এখনো পুরোপুরি স্থানান্তর শেষ হয়নি। জেল থেকে মোটরসাইকেল, টিভি ও মাইক্রোওয়েভ বের করতে দেখা গেছে।