
আমার কাগজ প্রতিবেদক
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল (সিনিয়র জেলা জজ) ফেনীর কৃতি সন্তান আজিজ আহমদ ভূঞা অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের জন্য নতুন ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ তালিকায় তিনিও রয়েছেন।
নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিগণ আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, আজিজ আহমদ ভূঞা গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন।