
বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় আমতলী মাছ বাজারে ওই মাছটি বিক্রি হয়।
জানা গেছে, জাহিদ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) পায়রা নদীতে জাল ফেলে। পরে একই দিন বিকেলে তার জালে ধরা পরে একটি ইলিশ। এ সময় মাছটি বিক্রির জন্য আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে যান। পরে আড়ৎদার রাসেল ডাকের মাধ্যমে ৮ হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন। এ সময় খুচরা বিক্রেতা মো. মাসুদ গাজী মাছটি কিনে তা ৯ হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করে দেন।
জেলে জাহিদ জানান, আমার জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।
আমতলী পাইকারি মাছের আড়ৎদার মো. রাসেল মিয়া জানান, ইলিশের ভরা মৌসুমে এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসেনি।