
আমার কাগজ প্রতিবেদক
অতিরিক্ত আইজি পদমর্যাদার এক কর্মকর্তাসহ চার পুলিশ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম পিপিএমকে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. গোলাম রসুলকে বিশেষ শাখার ডিআইজি এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।