
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাও গ্রামের বাসিন্দা চাঁন মিয়া (৫০)। তিনি চার কন্যা সন্তান এর জনক।
চাঁন মিয়া পেশায় একজন কৃষক। তার কিছু দিন আগে তার হার্টের অপারেশন সম্পন্ন হয়েছে তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকায়। যা মানুষের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। অসুস্থ হওয়ার পর থেকে আর তিনি ভারী কৃষি কাজ করতে পারে না। এজন্য ঋণ করে একটি অটোরিকশা ক্রয় করা হয়। এই রিকশার আয় দিয়ে চলছে তার নিয়মিত ওষুধ খরচ ও পরিবারের ভরণপোষণ। তার এক স্ত্রী ও চারজন কন্যা সন্তান রয়েছে। পরিবার এর আর্থিক অবস্থা খুব নিম্নমান। চাঁন মিয়া জানান, তার আরেকটি অপারেশন করা দরকার। এদিকে অটোরিকশার ব্যাটারি ও নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, আমার পরিবার চলছে খুব কষ্টে, তিন বেলার মধ্যে দুই বেলা খেয়ে না খেয়ে কোনরকম দিন চলছে। আমি কিভাবে আমার পরিবার এর ভরণপোষণ করবো সেই সেই চিন্তায় আমার দিন যায় না। আবার আমার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আমি কি করবো চিন্তা করে পাই না। যদি গাড়িটা ঠিক করতে পারতাম, তাহলে পরিবার নিয়ে কোনরকম চলতাম।
এই জন্য সবার কাছে আমি সহযোগিতা চাই। তার বিকাশ নাম্বার 01849885949 ।