আমার কাগজ প্রতিবেদক
প্রশাসনের পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া ২৭ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে সংযুক্ত করা হয়েছে। পদোন্নতি পাওয়ার পর তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের সংযুক্ত করা হয়।
সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে ড. মো. আনোয়ার উল্ল্যাহকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, মো. আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, মূকেশ চন্দ্র বিশ্বাস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, মো. মাহবুব আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মো. জাহাঙ্গীর আলমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এ.টি.এম. সিদ্দিকুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়, বদরে মুনির ফেরদৌস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তসলিমা আক্তার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, রাশিদা ফেরদৌস ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মো. নায়েব আলী মন্ডল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ সালাউদ্দীন শিল্প মন্ত্রণালয়, নাসরিন সুলতানা অর্থ বিভাগ, ড. মো. মাহমুদ হাসান ভূমি মন্ত্রণালয়, কবির আহামদ পরিকল্পনা বিভাগ, আশরাফ উদ্দীন আহাম্মদ খান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শাহনাজ সামাদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. নুরুজ্জামান শিল্প মন্ত্রণালয়, মো. মুনির হোসেইন খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মো: জহিরুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মো. রফিকুল আলম পরিকল্পনা বিভাগ, নুরুন আকতার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, রেহানা ইয়াছমিন
কৃষি মন্ত্রণালয়, আ.স.ম আশরাফুল আলম রেলপথ মন্ত্রণালয়ে, মোস্তফা কামাল সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. মুনিরা বেগম পরিকল্পনা বিভাগ, ড. মো. মাহমুদুর রহমান কৃষি মন্ত্রণালয়, মো. মিজানুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত করা হয়েছে।