আমার কাগজ ডেস্ক
ঈদুল আজহার কিছুদিন আগে ফের সংবাদের শিরোনামে আসে রাজবাড়ীর ৩০ মণ ওজনের গরু ‘সিংহরাজ’। বিক্রেতা বিশালাকৃতির কালো এই ষাড়টির দাম হাঁকিয়েছিলেন ২৫ লাখ টাকা। সে কারণে গরুটিকে নিয়ে ব্যাপক আলোচনাও হয়।
কিন্তু ক্রেতা ও প্রত্যাশিত দাম না-পাওয়ায় গরুটিকে ঈদের আগের দিন সকালে রাজধানীর আফতাবনগর হাটে নিয়ে আসেন মালিক সুচিন্ত্য কুমার সেন। সেদিন বিকেলেই মাত্র ৫ লাখ টাকায় বিক্রি করে দেন গরুটি।
গত বছর গরুটির দাম উঠেছিল আট লাখ টাকা। কিন্তু সে সময়ও সিংহরাজকে বিক্রি করেননি সুচিন্ত্য কুমার। এবার আশা ছিল হয়তো ১৫ লাখ টাকা দাম পাবেন তিনি। যে কারণে এ বছর ২৫ লাখ টাকা দাম হাঁকান তিনি।
গরুটিকে চার বছর আগে ৭৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন সুচিন্ত্য। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালনকৃত সিংহরাজ ছিল উচ্চতায় ৬ ফুট ও লম্বায় ১০ ফুট। ফ্রিজিয়ান জাতের কালো রঙের এই গরুটির প্রতিদিনের খাদ্যতালিকায় ছিল খেসারির ভুসি, ডাবলির ভুসি, ভুট্টার ভুসি, খুদের ভাত, ডাব ও গুড় দিয়ে তৈরি শরবত, কাঁচা-পাকা কলা, গমের ভুসি ও কাঁচা ঘাস।
প্রত্যাশিত দাম না-পেয়ে ক্ষোভ প্রকাশ করে সুচিন্ত্য বলেন, ‘মনটা খুব খারাপ। মানুষ দাম অনেক কম বলে। সিংহরাজকে ২৫ লাখ টাকায় দাম চেয়ে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারব বলে আশা করেছিলাম। পরে ৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কত আশা নিয়া সিংহরাজকে পালছি। কষ্টের কথা মানুষ ভাবে না। এ ছাড়াও গরুটি নিয়ে আমি বেশ ঝুঁকির মধ্যে ছিলাম। চিন্তা করেছিলাম গরুটিকে বিক্রি করতে না পারলে ঘরে ফিরিয়ে নিয়ে আবার পালতে হবে।’