নিজ ভূখণ্ডে রুশ আগ্রাসন মোকাবেলায় সবাইকে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম সিবিসি জানায়, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ১৮ থেকে ৬০ বছর বয়সীদের রুশ সামরিক অভিযান মোকাবেলায় অংশগ্রহণের আহ্বান জানায়।
কিন্তু শুক্রবার রাজধানী কেভিবের নিকটে রুশ সেনা চলে আসায় ১৮ বছরের বেশি বয়সীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।
তারপরই ইউক্রেন সরকার ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সিবিসি আরও জানায়, কেভিবে অবস্থিত বেসামরিক নাগরিকদের যুদ্ধে অংশগ্রহণে নিবন্ধনের জন্য নির্ধারিত অফিসে বহু নাগরিক নিবন্ধের জন্য আসে।
৪৪ বছর বয়সী জর্জে নামক এক নাগরিক বলেন,‘এটি আমার দেশ। আমার পরিবার এখানে বাস করে। নিজ পরিবার ও দেশকে রক্ষা করা আমার দায়িত্ব।’
রুশ সেনা কেভিবের কাছাকাছি চলে আসায় নিজ দেশের নাগরিকদের পেট্রোল বোমা তৈরি করে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।
রাজধানী কেভিবের উত্তর-পশ্চিমে সংঘর্ষ চলছে। শুক্রবার কেভিবের মেয়র কেভিবের প্রতিরক্ষা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও যেকোনো সময় কেভিব রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।