আমার কাগজ ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি এবং ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরী গতকাল শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অসুস্থ হয়ে তিনি প্রায় মাসখানেক হাসপাতাল এবং মৌলভীবাজারের নিজগৃহে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। মরহুমের পিতা শায়েখ হাবিবুর রহমান রায়পুরী রহ. ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শাইখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা। মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ব্যক্তিগত জীবনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হক রহ.-এর জামাতা।
মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরী’র ইন্তেকালে ১২ দলীয় জোট শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ঘটনাবহুল রাজনৈতিক জীবনের অধিকারী রাজনৈতিক সহযোদ্ধা এবং সফল ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয় নেতাকে হারালাম। দেশবাসী তাকে দীর্ঘকাল স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় স্বাক্ষর দানকারীরা হলেন ১২ দলীয় জোট প্রধান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ১২ জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।