স্পোর্টস ডেস্ক:
স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস ও তার রুমমেট ক্রেইগ আরভিন আইসোলেশনে।
মঙ্গলবার জিম্বাবুয়ে গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। শন উইলিয়ামসের স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসার পর সেলফ-আইসোলেশনে চলে গেছেন টেস্ট দলের অধিনায়ক ও তার রুমমেট।
আগামীকাল বুধবার দুপুরে বাংলাদেশের সঙ্গে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল উইলিয়ামসের। এখন তার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।