সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বৈদ্যের বাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও হাড়িয়া কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি হাজী মো. মোবারক হোসেন ইন্তেকাল করেছেন। আজ বুধবার সকালে ঢাকায় নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এসময় তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
পরে বাদ আসর উপজেলার হাড়িয়া ঈদগাঁহ মাঠে নামাজে জানাযা শেষে হাড়িয়া কবরস্থানে দাফন করা হয়। মরহুম মোবারক হোসেনের মৃত্যুতে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ রউফ, সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে রাব্বী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্ত প্রমুখ শোক প্রকাশ করেন।