ফজলে রাব্বী সোহেল:
নারায়ণগঞ্জের সোনারগাঁ মদনপুরে সালাম স্টিল মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সবুজ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সবুজের সহকর্মী দিদার জানান, আমরা সোনারগাঁয়ে একটি স্টিল মিলে কাজ করি। মিলে কাজ করার সময় সুইচ বোর্ডে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তিনি আরও জানান, পাবনা জেলার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সবুজ। বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর মদনপুর এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।