সোনাইমুড়ি প্রতিনিধি
গরম গরম টাটকা খাবারের স্লোগান দিয়ে দীর্ঘদিন ধরেই সাধারন মানুষকে গন্ডারের মাংস দিয়ে বিরিয়ানি পরিবেশন করে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহি হাজীবিরিয়ানি সোনাইমুড়ি শাখা।
এমন খবরের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুল হক অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি থেকে ৭০কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস ফ্রীজ থেকে উদ্ধার করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাজী বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।