
ফজলুল হক, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকালে সোনাইমুড়ি বাজারে রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (সোনাইমুড়ি- চাটখিল) আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফ উল্ল্যাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোরআন নাজিলের এই মাসে সবাইকে শপথ গ্রহণ করতে হবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। সৎ ও আদর্শিক ব্যবসায়ী হিসেবে রমজান মাসে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সোনাইমুড়ী বাজার শাখা সেক্রেটারি হাফেজ আনিসুর রহমানের সঞ্চালনায় ও মাস্টার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলা আমীর ও ৩ নং চাষির হাট ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মোল্লা, সোনাইমুড়ি পৌরসভা আমীর আব্দুল মতিন, সোনাইমুড়ী উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, সোনাইমুড়ি পৌরসভা সেক্রেটারি ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক আহমেদ বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।