নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের পক্ষ থেকে যে ৩২২ জনের নাম এসেছে তা প্রকাশ করেছে এই কমিটি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম জানান, ৩২২ জনের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (https://cabinet.gov.bd/) থেকে তাদের নামের তালিকা যে কেউ সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন যুগ্মসচিব।
এর আগে রবিবার সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, যাদের নাম প্রস্তাব এসেছে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আজ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
এই কমিটি ইতিমধ্যে দুই দিনে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনে কারা আসতে পারেন সে ব্যাপারে তালিকা চায়। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ নিবন্ধিত ২৪টি দল তালিকা জমা দিলেও বিএনপিসহ বেশ কয়েকটি দল কোনো নাম প্রস্তাব করেনি।