আমার কাগজ প্রতিবেদক
টেলিভিশন চ্যানেল এনটিভি’র যুগ্ম প্রধান বার্তা সম্পাদক এবং সাংবাদিক নেতা আবদুস শহিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০২০ সালের ২৩ আগস্ট সাংবাদিক আবদুস শহিদ করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন।
আবদুস শহিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি থানার কমলনগরে আবদুস শহিদ প্রতিষ্ঠিত আফিয়া-বারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং বায়তুশ শহিদ জামে মসজিদে দোয়া মাহফিল, খতমে কুরআন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।